BJP: আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে আসছেন দলের জেলা সভাপতি
তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ার বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। এবিপি আনন্দকে গঙ্গাপ্রসাদ জানান, "আমার সঙ্গে জেলার ছয় জন জেলা পদাধিকারী তৃণমূলে যোগ দেবেন।" পাল্টা দিলীপ ঘোষ জানিয়েছেন, "আমিও শুনেছি, কিন্তু কিছু দেখছি না। হতে পারে অনেকে চাপে পড়ে যাচ্ছে। দুই-একজন যেতেও পারেন। আমরা কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কথা বলছি।" ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, "তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল। এই দলে যোগদানের নির্দিষ্ট নিয়ম আছে। কাকে দলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেও সর্বোচ্চ নেতৃত্ব। সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তকে আমরা সব সময় স্বাগত জানাব। আগেও বহুবার জানানো হয়েছে যে ভবিষ্যতে আমাদের রাজ্য থেকে বিজেপি দলটাই উঠে যাবে।"
জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছাড়লেন আরও এক মুকুল ঘনিষ্ঠ। এবার তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়-ঘনিষ্ঠ উত্তর ২৪ পরগনার বিজেপি নেতার। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তপন সিন্হা। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে দলবদলের জল্পনা শুরু হয়।