Santosh Mitra Square: পুজো ঘিরে বেনজির সংঘাত, এবার সরব অমিত মালব্য
ABP Ananda LIVE: পুজো ঘিরে বেনজির সংঘাত, এবার সরব অমিত মালব্য। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ সজলের। পুলিশি চক্রান্তের অভিযোগে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর
পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা দশমীতে
দশমীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা। ষষ্ঠী: বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমী: আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কম। অষ্টমী: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। নবমী: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দশমী: নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশী: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

















