Chorbagan Sarbojonin : ৯০ বছরে পা দিয়েছে চোরবাগান সর্বজনীনের পুজো। এবারের থিম, স্রোতস্বিনী
ABP Ananda LIVE : ৯০ বছরে পা দিয়েছে চোরবাগান সর্বজনীনের পুজো। এবারের থিম, স্রোতস্বিনী।এবিপি আনন্দর ‘সময় চেতনায় সেরা‘র শিরোপা পেয়েছে চোরবাগান সর্বজনীন।
আরও পড়ুন...
অষ্টমীতে বসানো হয় জলঘড়ি, দেবী দুর্গার মূর্তিতে রয়েছে অবাক করা বৈশিষ্ট্য এই বাড়ির দুর্গাপুজোয়
শৈব, শাক্ত ও বৈষ্ণব মত মিলিত হয় এই পুজোয়। এখানে দেবী পূজিত হন কালিকা পূরাণ মতে। অষ্টমীতে এখনও এখানে বসানো হয় জল ঘড়ি। ৪০০ বছর পার করল হরিপালের সাতবাড়ি রায় বংশীয় দূর্গাপুজো। এখনও এখানে প্রাচীন রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পালিত হয় দুর্গাপুজো।
হাওড়া - তারকেশ্বর মেইন লাইনের হরিপাল স্টেশন থেকে দক্ষিণদিকে ১ কিলোমিটার দূরে অবস্থিত রায়দের জমিদার বাড়ি। পরিবারের প্রবীণ ব্যক্তি প্রশান্ত কুমার রায় এর বক্তব্য অনুযায়ী, আজ থেকে প্রায় ৫০০ বছর আগে তাদের বংশের পূর্বপুরুষ শিবদাস রায় এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। ধর্মপ্রাণ শিবদাস রায় তার জমিদারিতে একাধিক শিব মন্দির গড়ে তোলেন। কালের নিয়মে একাধিক শিব মন্দির ধ্বংস হয়ে গেলেও এখনও চারটে শিব মন্দির ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে। শিব মন্দিরের গায়ে প্রাচীন টেরাকোটার অপরূপ নিদর্শন জানান দেয় তার শিকড়ের কথা।


















