Durga Puja 2025: নিউটাউন সর্বজনীনের 'থিম ফুলের সাজে ফুলের মাঝে', জিতে নিল আবহে সেরা পুজোর সম্মান
ABP Ananda LIVE : নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি, তাদের পুজো এবছর ৪-এ পা। ফুলেল সাজে মণ্ডপসজ্জায় শরতের আবহাওয়া পুটো উঠেছে। মণ্ডপের ভিতরে ফুলের সমাহার, মাঝে প্রতিমা বিরাজমান । থিমের সঙ্গে মানানসই মাতৃমূর্তি। এবছর জিতে নিল এবিপি আনন্দের আবহ নির্মানে সেরা পুজোর সম্মান।
আরও পড়ুন...
আসছে প্রবল দুর্যোগ, পুজোর কয়েকদিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আসছে প্রবল দুর্যোগ, পুজোর কয়েকদিন কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?এখনও বোধন হয়নি। তার আগেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। কলকাতায় অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে বটে, তবে তারমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শক। আগামী কয়েকটা দিন, কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দফতর জানাচ্ছে, পঞ্চমীতে দফায় দফায় বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। প্রত্যেক বছরের মতো, এই বছরও পুজোর ভিড় কলকাতামুখী। জেলা থেকে শহর, প্রত্যেকেই ভিড় জমান কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে। তবে পঞ্চমীতে ঠাকুর দেখায় বাধ সাধতে পারে বৃষ্টিপাত।



















