BJP: দুর্গাপুরের ঘটনায় BJP-র বিক্ষোভে উত্তাল, সিটিসেন্টারে রাস্তায় বসে প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়
ABP Ananda live: 'আজকে পুলিশ ভিতরে মানুষ বাইরে। ওপরের নির্দেশে চলছে, কাউকে কোনও জায়গায় ঢুকতে দেওয়া হবে না। কোউ কোন জায়গায় যেতে পারবেন না। তালিবানি শাসন চলছে এখানে। এরাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে না বাঁচিয়ে মহিলাদের ওপরই দোষ দিচ্ছেন। আজ RG করের ঘটনার শাস্তি হলে এরকম দুর্গাপুরের মতো ঘটনা ঘটত না', বললেন লকেট চট্টোপাধ্য়ায়।
বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনা, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭
ফের বর্ধমান স্টেশনে পদপিষ্ট, ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি, আহত ৭। বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা-ওঠার সিঁড়িতে হুড়োহুড়ি। ৫ নম্বর প্ল্যাটফর্মে আসে হলদিবাড়ি এক্সপ্রেস। কর্ড লাইনে ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেন। আচমকা হাওড়া-বর্ধমান যাওয়ার ট্রেনটিকে মেন লাইনে করে দেওয়ায় বিপত্তি দেখা দেয়। ফুট ওভারব্রিজে দিয়ে নামা-ওঠার সময় পদপিষ্ট হতে হয় বহু যাত্রীকে। আহতদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ। জি আর পি ও স্টেশন পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের আপাতত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে সেখানে। রবিবার সন্ধেয় বর্ধমান স্টেশনের ৪, ৬, ৭ নম্বর প্ল্য়াটফর্মে তিনটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সিঁড়ি দিয়ে যাত্রীরা দ্রুত সেই ট্রেন ধরার জন্য় নামতে থাকেন। কিন্তু সিঁড়িটির প্রস্থ ছোট হওয়ায় ভিড় বাড়তে থাকে, যা সামাল দেওয়া চাপের হয়ে দাঁড়ায়। তাড়াহুড়োয় উল্টে পড়ে যান অনেকে। রেলের উদ্ধারকারী দল ও জি আর পি দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেন।





















