Farakka TMC MLA : কমিশনকে হুমকি বিধায়কের, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR-নির্দেশ নির্বাচন কমিশনের
ABP Ananda LIVE : মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে বিডিও অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। তারপরও নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ শানান তৃণমূল বিধায়ক। তিনি বলেন, কঞ্চির ঝান্ডা চলবে না। লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের।এই বক্তব্যের প্রেক্ষিতে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ডেডলাইন ছিল আজ বিকেল পাঁচটা। কিন্তু নির্ধারিত সময় পেরনোর পরও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কোনও FIR করা হল না।
আরও খবর...
বিজেপি নেতাদের তাড়া করার হুমকি জলপাইগুড়ির তৃণমূল নেত্রী মহুয়া গোপের
বিধানসভা ভোটের আগে ফের এক তৃণমূল নেত্রীর হুমকি! এবার বিজেপি নেতাদের তাড়া করার হুমকি দিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ ও তৃণমূল নেত্রী মহুয়া গোপ। পাল্টা সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন- এসবে বিজেপি নয় আসলে ভয় পায় তৃণমূল কংগ্রেসই।



















