Fatafat: নিমেষে মাটিতে মিশল আকাশচুম্বী অট্টালিকা, নয়ডায় ধুলোর ঝড়। Bangla News
সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক সেকেন্ডে ধূলিসাৎ নয়ডার টুইট টাওয়ার। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হল কুতুব মিনারের চেয়েও উঁচু জোড়া ইমারত।
দূষণের আশঙ্কায় নয়ডাবাসী। বিস্ফোরণের জেরে ধুলোর ঝড়ে ঢাকল আকাশ। নয়ডায় পাশের এটিএস সোসাইটির দেওয়ালে হালকা ফাটল। ক্ষতি গাছের, পুরু ধুলোর আস্তরণ।
নয়ডার অপারেশন ডিনামাইটে মাটিতে মিশল দুর্নীতির সুপারটেক যমজ অট্টালিকা। সরানো হল আশেপাশের আবাসনের বাসিন্দাদের। সন্ধের পরে শুরু হবে ফেরানোর কাজ।
এসএসসি দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্নর একাধিক ফ্ল্যাটের হদিশ। নিউটাউনে বিভিন্ন আবাসনে ফ্ল্যাট, হোটেল, রিসর্ট। টালির চালের ধর থেকে কীভাবে বিপুল সম্পত্তি ? তদন্তে সিবিআই।
শ্রীকান্তর মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীকে শোকজ। দলের সিদ্ধান্ত মেনে নেওয়া রীতি। প্রতিক্রিয়া কুণালের। যা বলার দল বলবে, জানালেন সায়ন্তিকা।
আমার দলেও খারাপ মানুষ আছে, শাস্তি পাবে। তাই বলে পুরো দল খারাপ নয়। পরিষদীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক।
এশিয়া কাপে আজ ভারত-পাক মহারণ। ১০ মাস পর দুবাইয়ে বদলার ম্যাচ। করোনা সারিয়ে দলের সঙ্গে যোগ দিলেন কোচ দ্রাবিড়।