Fire Incident: বালিগঞ্জ প্লেসের চাওম্যান রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন
ABP Ananda LIVE: ভারী বর্ষণে গোটা শহর জলমগ্ন। তারই মাঝে নতুন করে অঘটন। বালিগঞ্জ প্লেসের চাওম্যান রেস্তোরাঁয় আগুন। কুণ্ডলী পাঁকিয়ে উঠছে কালো ধোঁয়া। রেস্তোরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন।
কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু! জলেই ভাসছে দেহ, গা শিউরে ওঠা ছবি
ইদানীং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধ হয় দেখেনি এ শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। তীব্র গতিতে বইছে জলের স্রোত। এরই মধ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটল শহরে। নেতাজিনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটল। রাস্তার ধারে বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। কালিকাপুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তাছাড়া বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরেও ঘটে গিয়েছে একইরকম মর্মান্তিক ঘটনা। কোনও কোনও ক্ষেত্রে দেহ উদ্ধারও করা যাচ্ছে না জল জমে থাকার কারণে। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে জলে পড়ে রয়েছে। তড়িদাহত হওয়ার আশঙ্কায় একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।



















