এক্সপ্লোর
Firhad Hakim: রেলের একজন অফিসারও নেই মৃতদেহর সঙ্গে, অভিযোগ ফিরহাদের। ABP Ananda Live
ফুলবাগানের বাসিন্দা শঙ্করমোহন দাস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী ছিলেন। গতকালের দুর্ঘটনায় মৃত্যু হয় ৬২ বছরের রেল কর্মীর। অবসরের পর এক্সটেনশনে ছিলেন শঙ্করমোহন। তাঁর পরিবারের দাবি, দুর্ঘটনার পর পাশে দাঁড়ায়নি রেল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনই সব ব্যবস্থা করেছে বলে মৃত রেল কর্মীর পরিবার দাবি করেছে। এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিং বলেন, "রেলের একজন অফিসারও নেই মৃতদেহর সঙ্গে।''
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















