Dev In Ghatal: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে দেব, স্পিডবোটে ঘুরে দেখলেন জলবন্দি এলাকা
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে পৌঁছলেন সাংসদ দেব। স্পিড বোটে করে ঘুরে দেখছেন জলবন্দি এলাকা। এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, পাওয়া যাচ্ছে না পানীয় জল। উদ্বেগজনক পরিস্থিতি ঘাটাল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? কবে ঘুঁচবে ঘাটালের মানুষেক দুর্দশা। বন্যা পরিস্থিতি ঘুরে দেখে জানালেন তৃণমূল সাংসদ দেব।
৫ দিন কেটে গেলেও, এখনও জলমগ্ন হুগলির খানাকুল। মারোখানা, পানশিউলি, জগৎপুর, গড়েরঘাট, বন্দর, ধান্যঘোড়ি, ঘোড়াদহ, পোল-সহ বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায়। বাড়ির একতলায় জল, রাস্তায় বুক সমান জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। উঁচু রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছেন অনেকেই। এর মধ্যেই খানাকুলে ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে। ৫ দিন ধরে বন্যার কবলে, খাবার ও পানীয় জলের সঙ্কট চরমে। প্রশাসনের তরফে পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে অভিযোগ।