Group C Case : ওএমআর মূল্যায়নকারী সংস্থা, কমিশনের সার্ভারে ২ রকম নম্বর, গ্রুপ সি মামলায় কমিশনের চাঞ্চল্য
ওএমআর ( OMR ) মূল্যায়নকারী সংস্থার সার্ভারে নম্বর ৪০, কমিশনের সার্ভারে ১০! গ্রুপ সি ( Group C ) মামলায় কমিশনের হলফনামায় চাঞ্চল্য। ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসার সার্ভারে নম্বর ৪০, কমিশনের সার্ভারে ১০!
এটা কী করে সম্ভব? বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Abhijit Gangopadhyay ) । 'সেই সময় কমিশনে থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমনটা করে থাকতে পারে' আদালতে জানাল কমিশন । ৯ মার্চের মধ্যে গ্রুপ সি-র ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ আদালতের। গাজিয়াবাদে সিবিআই-এর ( CBI ) উদ্ধার করা ৩ হাজার ৪৭৮টি OMR Sheet প্রকাশ করার নির্দেশ । ৩ হাজার ৪৭৮টির মধ্যে ৩০০টি ওএমআর বিকৃত করা হয়নি, হলফনামায় দাবি কমিশনের।
'এই দুর্নীতি নিয়ে সবথেকে ভাল বলতে পারবেন সুবীরেশ ভট্টাচার্য'। 'কারণ সুবীরেশ ভট্টাচার্যই সেই সময় চেয়ারম্যান ছিলেন'
। সিবিআই-এর উচিত এদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা, পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।