Hogghlyn News: রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি, হুগলির চণ্ডীতলা ডাকাতি। ABP Ananda Live
ABP Ananda Live: রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি। ব্যারাকপুর, ডোমজুড়ের পর এবার হুগলির চণ্ডীতলা ডাকাতি। এদিন দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। দোকান এক প্রকার ফাঁকাই ছিল সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গহনা দেখাতে বলে।অপর জন দোকানের গেটের সামনেই বসে থাকে।দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী।দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দিভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের। দুই দুষ্কৃতির কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।ইতি মধ্যেই চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।



















