এক্সপ্লোর
Hooghly:হুগলির হরিপালে বাস দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল পিকনিক ফেরত বাস
ভোরবেলা হুগলির হরিপালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল পর্যটকদের বাস। মৃত্যু হল এক মহিলা যাত্রীর। আহত হন ৩৫ জন। এদের মধ্যে ৮ জনের আঘাত গুরুতর হওয়ায়, তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সকালে হাসপাতালে যান মন্ত্রী বেচারাম মান্না। পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ৬৭ জন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান। ফেরার পথে, আজ ভোর ৪টে নাগাদ হরিপালের ইলিপুরে অহল্যাবাই রোডে নয়ানজুলিতে পড়ে যায় পর্যটকদের বাস। হাসপাতালে মৃত্যু হয় তাপসী হালদার নামে এক মহিলা যাত্রীর।
আরও দেখুন






















