Hooghly News: এবার হুগলির মগরায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২! ABP Ananda News
ABP Ananda Live: এবার হুগলির মগরায় শ্যুটআউট, গুলিবিদ্ধ ২। গতকাল গভীর রাতে বাইকে চড়ে ফেরার সময় হামলা। গাড়িতে চেপে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ দে ও মইদুল ইসলাম। পুরনো শত্রুতার জেরে হামলা, অনুমান পুলিশের।
সিবিআই যেন সুনাম অনুযায়ী কাজ করে, আবেদন নিহত নির্যাতিতার বাবার। 'মেয়ের পরিণতির নেপথ্যে হাসপাতালের ভিতরের কেউ জড়িত''৩ ঘণ্টা ধরে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি'। অথচ বাইরের লোক কী করে ঢুকল? প্রশ্ন নিহত নির্যাতিতার মা-বাবার। দেহ যে ভাবে রাখা ছিল, তা নিয়েও প্রশ্ন তুললেন নির্যাতিতার মা-বাবা।
রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন? কড়া আইনের পক্ষে সওয়াল করে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের ফাঁসি চেয়ে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের আইন আনা রাজ্য সরকারের পক্ষে কি সম্ভব? এরইমধ্যে আর জি কর-কাণ্ড নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।