Hooghly News: হুগলির খানাকুলে ব্যাপক উত্তেজনা,তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ
ABP Ananda LIVE: ভিতরে চলছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বোর্ড মিটিং, বাইরে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের দুই গোষ্ঠীর(tmc inner clash) মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। হুগলির(hooghly) খানাকুলে ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত সমিতির রাশ কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।