এক্সপ্লোর
Hooghly School : মত্ত প্রধান শিক্ষক, হুগলির স্কুলে টানা দ্বিতীয়দিন তালা ঝুলিয়ে প্রতিবাদ অভিভাবকদের
মত্ত অবস্থায় স্কুলে এসেছিলেন প্রধান শিক্ষক। এই অভিযোগ তুলে হুগলির (Hooghly) আরামবাগে (Arambag) গতকাল একটি স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। আজও দীর্ঘক্ষণ তালাবন্ধ থাকে স্কুল। স্কুলে ঢুকতে না পেরে, বাইরে খেলে বেড়ায় কচি কাঁচাদের দল। স্কুলের সামনে ঠায় দাঁড়িয়ে থাকলেন শিক্ষকরা। ভিতরে ঢুকবেনই বা কী করে ? স্কুলের গেটে রইল তালা দেওয়া।
আরও দেখুন






















