Domjur: ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রানিগঞ্জকাণ্ডের ২দিনের মাথায় ফের ডাকাতি । ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি । বাইকে চেপে সোনার দোকানে চড়াও ৪ সশস্ত্র দুষ্কৃতী । বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লুঠপাট
বাংলা থেকে কাউকে ক্য়াবিনেট মন্ত্রী করলেন না নরেন্দ্র মোদি ( Narendra Modi ) । উল্টে গতবার বাংলা থেকে ৪ জন প্রতিমন্ত্রী ছিলেন, এবার সংখ্য়াটা কমিয়ে করা হল ২। কিন্তু প্রথমবার মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )। একসঙ্গে পেলেন শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব। মঙ্গলবার কাজ বুঝে নিলেন সুকান্ত মজুমদার। আর দফতরের কাজ শুরু করার আগে নিলেন অগ্রজপ্রতিম দিলীপ ঘোষের আশীর্বাদ।
২০১৯ এ বাংলায় দিলীপের নেতৃত্বে বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর ২০২৪ এ বিজেপি পেল ১২ টি আসন, যখন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বঙ্গে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের হার হল, যার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষও। এই ফল প্রকাশে আসার পরই দলের অভ্যন্তরে ও বাইরে দলের অতীত ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে তুল্যমূল্য বিচার হয়েছে। ফল বেরনোর পর দিলীপ ঘোষের গলাতেও ঝরে পড়ে উষ্মা। সরাসরি কারও নাম না করেই, দল কেন তাঁকে বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ। এই আবহেই মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আশীর্বাদ নেন সুকান্ত মজুমদার।
![Modi: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর রাখব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/4cc8ae494e7d7a374fc68c7a4d29342b1739020039009535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Book Release: ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় প্রকাশিত হল সুবোধ সরকারের বই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/16a56f0e7a6f13e761ab24698327f2ef1739013528293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Result 2025: মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছিলেন কেজরিওয়াল,এবার দিল্লির মসনদেও BJP : রমেশ বিধুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/b805db9101580cd1ab934d38921947201738991227900535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News : সাংগঠনিক রদবদল নিয়ে BJP-র অন্দরেই ডামাডোল ? অশান্তি ঠেকাতেই স্থগিত সাংগঠনিক নির্বাচন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/2bfb02f9ff4bc0ad2d8c3c15fbb483b71738988611052535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Tollywood News : ২দিন পরে স্টুডিওপাড়ায় কাটছে জট। সোমবার থেকেই ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/08/bf66036822f9542261fb87b1031e910d1738988122896535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)