Howrah News: হাওড়ায় কারখানার ভিতর থেকে উদ্ধার ঝাড়খণ্ডের শ্রমিকের দেহ, তদন্তে ডোমজুড় থানার পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলায় কাজ করতে এসে খুন হয়ে গেলেন ভিনরাজ্যের এক শ্রমিক । আজ ভোররাতে হাওড়ার বাঁকড়ায় কারখানার ভিতর থেকে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই শ্রমিক দিন দশেক আগে বাঁকড়ার কারখানায় কাজে যোগ দিয়েছিলেন । পুলিশ সূত্রে খবর, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে । মাথাতেও রয়েছে গুরুতর আঘাত । প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ঝাড়খণ্ডের নিহত শ্রমিকের পাশে আহত অবস্থায় আরও এক সহকর্মী পড়েছিলেন । হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । সহকর্মীর হাতে খুন নাকি আততায়ী বাইরে থেকে এসেছিল? তদন্তে ডোমজুড় থানার পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক
তৃণমূলের অন্দরেই ক্যালেন্ডার নিয়ে বিতর্ক, মুখ খুললেন অভিষেক। 'ছবি পছন্দ হয়নি বলে মমতার নিষেধাজ্ঞা, তাঁর নির্দেশই শিরোধার্য', বড় করে কার ছবি? ক্যালেন্ডার বিতর্কে মুখ খুললেন অভিষেক।
সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো... বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নীচে লেখা, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত'। সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে নতুন ক্যালেন্ডার।



















