Hoy Ma Noy Bouma: অফস্ক্রিনের আড্ডায় নীল আর শ্যামৌপ্তি, অকপটে বললেন যে কথা ছিল মনে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এক্কেবারে হইহই কাণ্ড রইরই ব্য়াপার। অমরসঙ্গীর গল্পে, বিয়ের পর্ব আসছে এবার। ছাদনা তলায় শ্যুটিং সেরে সাজঘরে বর-কনে। অফস্ক্রিনের আড্ডায় নীল আর শ্যামৌপ্তি, অকপটে বললেন যে কথা ছিল মনে।দীপাবলির আনন্দে সবাই নতুন স্বাদের খোঁজে? সন্ধান দিচ্ছেন কিশোরী সাহানি, সহজে নিন বুঝে। গরম তেলে ডুবিয়ে নিলেই মিষ্টি-মুচমুচে। মিশিয়ে দেবেন খোয়া ক্ষীর আর পেস্তা, যেমনটা মুখে রোচে।
আরও খবর..
উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চাওয়ার অভিযোগ। ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার জন্য তালিকা চান ওই বিডিও, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির।
আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে, এবার, 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।