I-PAC Raid News:I-PAC কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ED-র ডিরেক্টর রাহুল নবীন,কী বার্তা দিলেন তিনি?
ABP Ananda LIVE : I-PAC কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ED-র ডিরেক্টর রাহুল নবীন। 'মামলা, FIR নিয়ে ভাববেন না, তদন্ত তদন্তের মত চলবে'। ED অফিসারদের সঙ্গে বৈঠকে বার্তা ED-র ডিরেক্টরের। ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে বা পরে ঠিক কী ঘটেছিল। বৈঠকে জানতে চান ED ডিরেক্টর, খবর সূত্রের।
"কেন এত নরম লাইন নিচ্ছে কমিশন? অ্য়াকশন নিক", SIR ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন শুভেন্দু
SIR ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, ইলেকশন কমিশনকে তো আর্টিক্যাল ৩২৪ ধারায় বাবাসাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গিয়েছেন। ইলেকশন কমিশনও কেন এত নরম লাইন নিচ্ছে নির্বাচন কমিশন? চিঠিতে কিছু হবে না। অ্য়াকশন নিক। নইলে আমরা ভোটাররা সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা যাচ্ছেন। এরপরে পাবলিক যাবে।'প্রসঙ্গত, আজ নেতাজির জন্মদিন। সকালেই প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের বাড়ির সামনে থেকে মিছিল করে ভবানীপুরে নেতাজির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, ওঁর (নেতাজি সুভাষচন্দ্র বসুর) বাড়ির বর্তমান যাঁরা বংশধররা আছেন, ড. সুগত বসু সহ তাঁরা বাকিরা আমাদের সব ঘুরিয়ে দেখালেন এবং অত্য়ন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন। আমাকে তিনি পরামর্শ দিলেন, আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওঁকে বললাম রেড রোডে যাই প্রতিবারে। আমি মালা দেওয়ার পরে মালাটা PWD-র লোকেরা ফেলে দেয়।



















