Jadavpur University: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য
ABP Ananda LIVE: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য । কবে ক্যাম্পাসে যাবেন উপাচার্য? যাদবপুরে কাটবে জট? গতকাল অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের বয়ান রেকর্ড । ছাড়া পাওয়ার পরও ২ সপ্তাহ বিশ্রামে থাকবেন অন্তর্বর্তী উপাচার্য পড়ুয়াদের সঙ্গে কবে আলোচনায় বসবেন অন্তর্বর্তী উপাচার্য? ৫ তারিখ হাসপাতালে ভর্তি হন ভাস্কর গুপ্ত। যাদবপুরকাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটেছিল, জানতে ব্রাত্যর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ। শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, খবর সূত্রের।
বেলঘরিয়ায় INTTUC নেতাকে হামলার পিছনে ঠিক কী ? কান্নায় ভেঙে পড়েছেন আহতের মা
ভরসন্ধেয় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের জনবহুল এলাকায় শ্যুটআউট। গুলিবিদ্ধ আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সম্পাদক বিকাশ সিং-সহ ২ জন। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক। তাঁর হাতে গুলি লেগেছে।



















