Subodh Singh: কিশোর বয়সে পা দিয়েই পা রাখা অপরাধজগতে, কে এই সুবোধ সিংহ ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কিশোর বয়সে পা দিয়েই পা রাখা অপরাধজগতে। ৩৯ বছরের সুবোধ সিং এখনও পর্যন্ত প্রায় ৩০০ কেজি সোনা লুঠ করে ফেলেছেন বলে খবর সূত্রের। নদীর চরে গোপন ডেরায় পৌঁছে যেত লুঠ হওয়া সোনা। তারপর সেই সোনা দিয়ে যা করা হত, তার প্ল্যান ছকে দিত গ্যাংস্টার সুবোধই।
ব্যারাকপুরে রাতের অন্ধকারে যুবককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তার ওপরেই বেশ খানিকক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের পিছনে স্থানীয় তৃণমূল নেতা নওশাদের ভাই সাদ্দাম, অভিযোগ আক্রান্তের। তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ। দল না দেখে পুলিশ তদন্ত করবে, আশ্বাস ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্যমৃত্যুতে নতুন মোড়। প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় দায়ের হল এফআইআর। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্য়ায়। মৃত্যু নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।২৫ জুন বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় বর্তমান শ্বশুরবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় চিকিৎসক অনির্বাণ দত্তের।