Job Scam: বিকাশ ভবনের সামনে ধর্নার আজ ২২ তম দিন । এখনও ধর্নাস্থল স্থানান্তরিত করেননি চাকরিহারারা
ABP Ananda LIVE: বিকাশ ভবনের সামনে ধর্নার আজ ২২ তম দিন । চাকরি বাঁচানোর লড়াই চালাতে মাটি কামড়ে পড়ে আছেন চাকরিহারারা । সেন্ট্রাল পার্কের সামনে তাঁদের জন্য ছাউনি তৈরি করে দেওয়া হলেও, বাকি পরিকাঠামো নেই বলে দাবি আন্দোলনকারীদের । এখনও ধর্নাস্থল স্থানান্তরিত করেননি তাঁরা । মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আন্দোলন কোন পথে এগোবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে
আরও খবর...
ABP Ananda LIVE: এবার স্বাস্থ্য সচিব, শিক্ষা অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানাতে চলেছেন তিন চিকিৎসক । অভিযোগ জানাচ্ছেন RG কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নাইয়া । গতকালই আরেক চিকিৎসক দেবাশিস হালদার অভিযোগ জমা দিয়েছেন । ৩ চিকিৎসকের অভিযোগ, কাউন্সেলিংয়ের সময় তাঁদের পোস্টিং ছিল এক হাসপাতালে 'অথচ মেধাতালিকা বেরোতেই দেখা যায় হাসপাতাল বদলে গেছে' । এই ৩ চিকিৎসক RG কর আন্দোলনের অন্যতম মুখ হওয়ায় পোস্টিং বিতর্কে প্রতিহিংসার অভিযোগ ওঠে । গতকাল স্বাস্থ্যভবনে যায় জুনিয়র ডক্টর্স ফ্রন্ট । কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা হয়নি । স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে বিক্ষোভে বসেন চিকিৎসকরা । স্বাস্থ্য সচিব জানান, অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দিতে হবে


















