এক্সপ্লোর
JU Student Death: ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ABP Ananda Live
Jadavpur University: ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ৮দিন পরেও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় কর্তৃপক্ষ।শুধু রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি কেন? কেন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ?হস্টেলে সিসি ক্যামেরা বসবে কবে? এখনও স্পষ্ট জানাতে পারল না কর্তৃপক্ষ। এখনও শুধু কয়েকটি নির্দিষ্ট জায়গায় সিসি ক্যামেরা বসানোর আশ্বাস। আপাতত শুধু গেটে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত: রেজিস্ট্রার।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন




















