Kaliganj News: বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখের হুমকি দেওয়ার ভাইরাল ফুটেজ প্রকাশ্যে
ABP Ananda LIVE : কালীগঞ্জে বোমায় নিহত বালিকা, নতুন ভাইরাল ফুটেজ প্রকাশ্যে।প্রায় তিন বছর আগের ফুটেজ ভাইরাল ।তিন বছর আগের ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে বোমাকাণ্ডে ধৃত আনোয়ার শেখকে হুমকি দিতে।যারা পালিয়েছে, তাদের ৭০ বছরেও ঢুকতে দেব না, ঘরছাড়াদের ভাইরাল ফুটেজে হুমকি আনোয়ারের।পুলিশের সামনেই যা করার করব, হুমকি আনোয়ারের।'ভাইরাল ভিডিওয় দেখা যাওয়া আনোয়ার ছিল হামলাকারীদের মধ্যে'।ভিডিও দেখে জানালেন তামান্নার মা।
ঘরছাড়াদের একাংশের অভিযোগ, তাঁদের তাড়িয়ে দিয়েছিল আনোয়ার। 'যারা বোমাবাজি করেছে, তাদের মধ্যে নবাব শেখ ও বিমল শেখ এখনও ফেরার'। 'ধরা পড়েছে আদর শেখ, শরিফুল'। ধৃত আদর শেখের ছেলে কালু বোমা ছুড়েছে, অভিযোগ তামান্নার মায়ের। 'তিন বছর আগের ভাইরাল ফুটেজে দেখা এসব ছবি নিয়ে পুলিশকে আগে অভিযোগ জানানো হয়েছে'। পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি, অভিযোগ তামান্নার মায়ের।



















