Kaliganj News: কমপক্ষে ৫০ মিটার দূরত্ব থেকে বোমাবাজি ! কালীগঞ্জে ঘটনাস্থলে ফরেন্সিক টিম
ABP Ananda LIVE : কালীগঞ্জে ফরেন্সিক আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ। কালীগঞ্জে বোমাবাজিতে বালিকার মৃত্যু, গ্রেফতার আরও ১।FIR-এ নাম রয়েছে ২৪ জনের, সেখানে গ্রেফতারির সংখ্যা মাত্র ৫।ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত।পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবারের।CBI তদন্তের দাবি নিহত বালিকার মায়ের।সিপিএমকে ভোট দেওয়ায়, টার্গেট করে তাঁদের ওপর হামলা অভিযোগ পরিবারের।
তৃণমূল বিধায়ককে ফেরাল কালীগঞ্জে নিহত বালিকার পরিবার। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে 'প্রত্যাখ্যান' পরিবারের। মৃতের পরিবারকে টাকা দিতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে বিধায়ক। খামে ভরে টাকা দিতে যান বিধায়ক, পত্রপাঠ নাকচ তামান্নার মায়ের। আমরা টাকা চাই না, বিধায়ককে স্পষ্ট বলে দিলেন তামান্নার মা। একটি সংস্থার হয়ে আর্থিক সাহায্য দিতে গিয়েছিলেন, দাবি ডেবরার বিধায়কের। উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমায় নিহত তামান্না। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ।



















