Dilip Ghosh: 'অনুব্রত যা মুখে বলেছে, মনোজিৎ তা করে দেখিয়েছে', বললেন BJP নেতা দিলীপ ঘোষ
ABP Ananda Live: 'পুলিশ এখানে রয়েছে ঘটনা চাপা দেওয়ার জন্য.. এত ঘটনা ঘটেছে পুলিশ কী করেছে? ' প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। অনুব্রত যা মুখে বলেছে, মনোজিৎ তা করে দেখিয়েছে.. বললেন BJP নেতা দিলীপ ঘোষ।
ভর সন্ধেয় এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। একজন অবিরাম অকথ্য গালিগালাজ করে চলেছেন এবং বলছেন, জানিস আমরা কে? উই আর প্রফেশনাল ক্রিমিনাল। আক্রান্ত ছাত্রের দাবি, একথা বলছেন খোদ মনোজিৎ মিশ্র! আক্রান্ত ছাত্রের দাবি, এই ঘটনার পর FIR দায়ের করেছিলেন তিনি। পুলিশ কড়া ব্যবস্থার আশ্বাসও দিয়েছিল প্রথমে। পরে সেই অবস্থান থেকে তারা সরে আসে।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি।আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদি- অমিত শাহরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হবে।



















