Kasba News: মনোজিতের লালসার শিকার আরও এক ছাত্রী ! কী জানালেন এবিপি আনন্দকে ?
ABP Ananda LIVE: কসবাকাণ্ডই প্রথম নয়, ২০২৩ সালে গণধর্ষণকাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের লালসার শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। তিনিও সাউথ ক্যালকাটা ল কলেজের। সেবার বজবজে কলেজ পিকনিকে গিয়ে তাঁকে নির্যাতন করেছিল প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। গা শিউরে ওঠার মতো অভিজ্ঞতা এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতার বাইরে এক জায়গার বাসিন্দা ওই ছাত্রীর। অভিযোগ, আকণ্ঠ মদ্যপান করে তাঁর ওপর চড়াও হয়েছিল মনোজিৎ। শেষপর্যন্ত অন্য একজন চলে আসায় সম্ভ্রম বাঁচে তার।
আরও খবর....
ভর্তির টোপ দিয়ে টাকা তুলত মনোজিত মিশ্র। তার সুপারিশ না মানলেই শুরু হত অত্য়াচার।এবিপি আনন্দর কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন একসময় মনোজিতকে সাসপেন্ড করা, কসবা ল কলেজের প্রয়াত অধ্য়ক্ষ দেবাশিস চট্টোপাধ্য়ায়ের স্ত্রী। বললেন, 'দেবাশিসের সেই সময়কার কথাগুলো যদি এখনকার নেতারা মানতেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না।
SSC-তে নতুন পরীক্ষা বিধি নিয়ে এবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি করা হচ্ছে? নির্দিষ্ট করে অযোগ্য চিহ্নিতদেরই বা কেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে? চাকরিহারা শিক্ষকের করা মামলায় এরকমই একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সোমবারের মধ্যে রাজ্য় সরকার ও SSC-কে এইসব প্রশ্নের উত্তর আদালতকে জানাতে হবে৷



















