Kasba Incident: কসবাকাণ্ডে পুলিশের নজরে অভিযুক্তের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভিডিয়ো
ABP Ananda LIVE : কলেজেই আইনের ছাত্রীকে 'গণধর্ষণ', মিলল 'নির্যাতনের ভিডিও'। ধৃত একজনের মোবাইলে মিলল নির্যাতনের ভিডিও: পুলিশ সূত্র। নির্যাতনের ভিডিও তুলে ব্ল্যাকমেলের অভিযোগ কলেজ ছাত্রীর। ল' কলেজে 'গণধর্ষণ', সাড়ে ৭ ঘণ্টার CC ফুটেজ উদ্ধার। ২৫ জুন: দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত CC ফুটেজ উদ্ধার। অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে ফুটেজ মিলিয়ে দেখছে পুলিশ, খবর সূত্রের।
West Bengal News Live: কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের
কসবাকাণ্ডে সিপির পর এবার মুখ্যসচিবকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। 'অবিলম্বে নির্যাতিতার পূর্ণাঙ্গ মেডিক্যাল টেস্ট করাতে হবে'। 'নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে'। '৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জাতীয় মহিলা কমিশনে'। 'নির্যাতিতা ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে', সিপিকে লেখা চিঠিতে বলল জাতীয় মহিলা কমিশন। কসবাকাণ্ডে গতকালই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। গতকালই কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় কমিশন।



















