Katrik Maharaj: নির্যাতনের মামলার রুদ্ধদ্বার শুনানি চান কার্তিক মহারাজ, আপত্তি রাজ্যের
ABP Ananda LIVE: সোমবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেবে না পুলিশ, আদালতে জানাল রাজ্য। মামলার রুদ্ধদ্বার শুনানি চান কার্তিক মহারাজ, আপত্তি রাজ্যের। বেলডাঙার ভারত সেবাশ্রমে সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ২০১৩ সালে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সরব মহিলা।
Calcutta University: কসবাকাণ্ডে তোলপাড়, হাইকোর্টের নির্দেশের পর তদারকি ২ ডেপুটি রেজিস্ট্রারের, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'বন্ধ ইউনিয়ন রুম'
আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ নির্দেশ দিল, যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানেই ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা।
অবৈধ ইউনিয়ন রুমগুলোর মাধ্যমেই ক্যাম্পাসে ক্যাম্পাসে অপরাধচক্র। কটাক্ষ SFI-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-র। ইউনিয়ন রুমে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা, তাঁরা দাদাগিরি করছে, পয়সা কামাচ্ছে। যদিও TMCP -র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর দাবি - ইউনিয়ন রুম কখনও রাজনৈতিক দলের হয় না। একটা ইউনিয়ন রুম একটা সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আর এই প্রেক্ষাপটেই আদালতের নির্দেশের পর পাটুলির কে কে দাস কলেজে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হল।



















