Firhad Hakim: 'টক টু মেয়র'-এ কসবায় পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্নের মুখে ফিরহাদ
ABP Ananda LIVE: 'টক টু মেয়র'-এ কসবায় পানীয় জলের সমস্যা নিয়ে প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম(firhad hakim)। আপনার জন্য আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, পুরসভার ডিজিকে ধমক মেয়রের। 'আপনি আমাকে মিথ্য বলেছেন, আপনার জন্য আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি'। 'আর কতদিন লাগবে বলুন, পুরসভার ডিজিকে প্রশ্ন মেয়রের'। '২০২৬-র মধ্যে পানীয় জলের সমস্যা মিটে যাবে'। পুরসভার ডিজির সঙ্গে কথা বলে আশ্বাস মেয়রের।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।