Acropolis Fire Brokeout:যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ, ভাঙা হচ্ছে একের পর এক জানলার কাঁচ
ABP Ananda LIVE: কসবায় ২১ তলা অ্যাক্রোপলিস মলে আগুন । অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন । ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আনা হয়েছে ২টি স্কাই ল্যাডার । ধোঁয়ায় ঢাকল গোটা মল, অক্সিজেন মাস্ক পরে মল খালি করল দমকল । কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বার করল দমকল । মলকর্মী ও মলের ভিতরের বিভিন্ন অফিসের কর্মীদের বাইরে বার করা হল । কর্মীদের বাইরে বার করে গীতাঞ্জলি স্টেডিয়ামে আনা হয়েছে । অ্যাক্রোপলিস মলের বাইরের এলাকা ধোঁয়ায় ঢেকেছে । বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মল কর্মীদের । ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা
কসবার এই মলে রয়েছে একাধিক দোকান, পাশাপাশি রয়েছে অফিস। আর দশটা দিনের মতোই এদিনও খুলেছিল মল। চলছিল, কেনা-বেচা দোকানপাটগুলিতে। অফিসগুলিতেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল কাজ। কিন্তু আচমকাই সব থমকে যায়। আগুন লাগার খবর জানতেই শুরু হয় নিচে নামার তোড় জোড়। এদিকে বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মলের কর্মীদের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।