Kolkata News: জোড়াবাগানে যুবককে প্রকাশ্য রাস্তায় কোপ, ঘটনায় ধৃত ৩ | ABP Ananda Live
ABP Ananda Live: জোড়াবাগানে যুবককে প্রকাশ্য রাস্তায় কোপ, ঘটনায় ধৃত ৩। ভাইরাল ভিডিও, সিসিটিভি ফিটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত। আরও কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ।
দেব-শঙ্কর অনুগামী সংঘাতে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে তুলকালাম। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে ধুন্ধুমার। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার, বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি! বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।
![Birbhum News: বীরভূমে ফের ১৬ হাজার কেজি বিস্ফোরকের পর এবার ৩০০ কেজি বিস্ফোরকের হদিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/c4977228a234a061692a6313e5e149c21739429881860968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![North24Parganas:দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত,জম্মুর সাম্বা থেকে গ্রেফতার জলিল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/54cfa9eb39e046a6b2a23b0a53094a121739428885820968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: হবিবপুরে BSF-এর পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক বানচাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/cea02c64395b9e40673e3b768d584a371739427074878968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: নিউ ফারাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/1d3ce91ca5884bbfc328e29eaf58397d1739425215114968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Accident News:বালিতে ভয়াবহ দুর্ঘটনা। GT রোডে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/e46fe677ab02433789b5a987e455d6711739424002857968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)