(Source: ECI/ABP News/ABP Majha)
Dengue Update:শীতের মুখে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি।রাজ্য়ে শেষ ২সপ্তাহে নতুন করে আক্রান্ত প্রায় ৪ হাজার
ABP Ananda Live: শীতের শুরুতে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে ডেঙ্গি। দু’ সপ্তাহে নতুন করে আক্রান্ত প্রায় ৪ হাজার।স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ২৭ হাজার ১৪২ জন।পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে সবথেকে বেশি ৭ হাজার ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪২৩।সরকারি তথ্য অনুযায়ী, ডেঙ্গি আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, আক্রান্ত ৫ হাজার ১৪৭ জন।দ্বিতীয় মালদা, আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৩৩।তিন নম্বরে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ২ হাজার ২৭৮।ডেঙ্গি আক্রান্তের তালিকায় কলকাতা রয়েছে ষষ্ঠ স্থানে, আক্রান্ত ৯৭৩ জন।
দেব-শঙ্কর অনুগামী সংঘাতে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনে শাসকদলের দুই গোষ্ঠীর হাতাহাতি। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে তুলকালাম। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে ধুন্ধুমার। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি। উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার, বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিড়ে নেওয়ার হুঁশিয়ারি! বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি শাসক নেতার ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।