Kolkata Fire: বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ
ABP Ananda Live: বড়বাজারে অগ্নিকাণ্ডের জের, পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর ৬টি রেস্তোরাঁ বন্ধ করে দিল প্রশাসন। অগ্নি সুরক্ষা বিধি না মানার অভিযোগে বন্ধ করে দেওয়া হল ৬টি রেস্তোরাঁ। অগ্নি সুরক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর বন্ধ ৬টি রেস্তোরাঁ।
পহেলগাঁও গণহত্যায় গোয়েন্দাদের হাতে নতুন তথ্য, 'হামলার এক সপ্তাহ আগেই পহেলগাঁওয়ে ঢুকে পড়েছিল জঙ্গিরা
পহেলগাঁও গণহত্যায় গোয়েন্দাদের হাতে নতুন তথ্য। 'হামলার এক সপ্তাহ আগেই পহেলগাঁওয়ে ঢুকে পড়েছিল জঙ্গিরা। ১৫ এপ্রিল পহেলগাঁও পৌঁছে একাধিক জায়গায় রেকি জঙ্গিদের। জঙ্গিরা সবার প্রথমে রেকির জন্য় আরু উপত্য়কায় গেছিল। নিরাপত্তাবাহিনীর ক্যাম্প থাকায় হামলা চালানোর পরিকল্পনা বাতিল। একটি অ্যামিউজমেন্ট পার্কেও রেকি করে জঙ্গিরা। ভিড় কম থাকায় হামলার ছক বাতিল জঙ্গিদের। এরপর বেতাব উপত্যকায় যায় জঙ্গিরা। কড়া নিরাপত্তা থাকায় বেতাব উপত্যকাতেও হামলার ছক বাতিল', শেষ অবধি বৈসরন উপত্যকায় হামলা, গোয়েন্দাদের হাতে নতুন তথ্য



















