Road Accident: টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী। ABP Ananda Live
টিউশন থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রী। নরেন্দ্রপুর থানা এলাকার সাহাপাড়া মোড়ে বাইপাসের ধারে গতকাল রাতে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল সপ্তম শ্রেণীর ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কামালগাজির দিক থেকে গড়িয়া ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে ছাত্রীকে ধাক্কা মারে একটি সব্জী বোঝাই গাড়ি। বেপরোয়া গতিতে বেশ কয়েক মিটার টেনে নিয়ে যায় তাকে। এরপর গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে চালক। ধাওয়া করে পাটুলির কাছে গাড়িটিকে ধরে ফেলেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীকে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গাড়ির চালককে। স্থানীয়দের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। এরপর বেশ কিছুক্ষণ গাড়িটি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।



















