ABP Ananda Khaibar Pass : হরেক পদ নিয়ে ফের হাজির এবিপি আনন্দ খাইবার পাস। শুরু বাগবাজার সর্বজনীনে
ABP Ananda LIVE : শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে ফের হাজির খাইবার পাস। বাগবাজার সর্বজনীনে শুরু খাইবার পাস। চলবে ২৬ তারিখ পর্যন্ত।
Kunal On Suvendu: শুভেন্দুকে সার্টিফিকেট কুণালের ! 'সুকান্ত ৪০-৫০ পেলে শুভেন্দু ৭০-৮০ পাওয়ার যোগ্য..'
এদিকে বারবারই অন্তদ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসছে। কখনও শাসকদলে প্রবীণ বনাম নবীন। আবার কখনও সেই ছায়া ফিরছে গেরুয়াশিবিরে। যদিও এটা খুব নতুন নয়। মেদিনীপুরে হোর্ডিং বিতর্কে দিলীপ-হিরণের ইস্যু এখনও টাটকা। তবে শুধু জেলাতেই নয়, রাজনীতির অলিতেগলিতেও এই ছবি ফিরেছে বারেবারে। বামেদের সময়ও এছবি কারও চোখ এড়ায়নি। এত গেল গোষ্ঠীকোন্দল ইস্যু। তবে এবার মুদ্রার অপরপিঠে, বিরোধী দলনেতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণালের।
একসময় 'বার্ণল নিয়ে বসুন' থেকে শুরু করে, 'নানা ছুঁয়ো ছুঁয়ো না' বলে কটাক্ষ করা কুণালের মুখ থেকেই, এবার শোনা গেল শুভেন্দুর প্রশংসা। এদিকে সেই সাথেই তিনি নাম্বার কমালেন সুকান্তর। 'বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে সুকান্ত মজুমদার নবজাতক। শুভেন্দু অধিকারী সাংগঠনিক কাজ ও প্রশাসনিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞ। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র। বিজেপির রাজনীতিতে সুকান্ত ৪০-৫০ পেলে শুভেন্দু ৭০-৮০ পাওয়ার যোগ্য'। বিজেপিতে শুভেন্দু বনাম সুকান্ত সংঘাত জল্পনার মধ্যেই শুভেন্দুকে সার্টিফিকেট তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের।



















