Firhad Hakim: যে দুষ্কৃৃতী গুলি চালাবে গ্রেফতার হবে, কঠোর সাজা হবে, কোর্ট শাস্তি দেবে: ফিরহাদ
ABP Ananda LIVE: 'যে দুষ্কৃৃতী গুলি চালাবে গ্রেফতার হবে, কঠোর সাজা হবে, কোর্ট (high court)তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের(uttar pradesh) মতো এনকাউন্টার করে দেব না। পুলিশের লকআপে। এখানে আইনের বিচার হবে', মন্তব্য ফিরহাদের(firhad hakim)।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।