Arms Recovery: কলকাতার পর মগরাহাট, ফের উদ্ধার অস্ত্র, গ্রেফতার বাড়ির মালিক
Kolkata Update: কলকাতার পর মগরাহাট, ফের উদ্ধার অস্ত্র। একটি পাইপগান, ওয়ান শটার সহ একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে মগরাহাটের একটি বাড়ি থেকে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে।
পূর্ণ অর্জন করতে গিয়ে অপূর্ণ ইচ্ছা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে মৃত গল্ফগ্রিন, শালবনি ও জামুড়িয়ার তিনজন। ১ বছর ধরে প্রস্তুতি, তাও অঘটন ? প্রশ্নে যোগী প্রশাসন। ডেথ সার্টিফিকেট ছাড়াই গল্ফগ্রিনের মৃত বৃদ্ধার দেহ পাঠিয়ে দেওয়ার অভিযোগ। কীভাবে মিলবে ক্ষতিপূরণ ? প্রশ্ন স্থানীয় কাউন্সিলরের। প্রয়োজনে এফআইআর-এর হুঁশিয়ারি। গল্ফগ্রিনের বৃদ্ধার দেহ হস্তান্তরের নথিতে নেই সরকারি আধিকারিকের সই। ময়নাতদন্তের রিপোর্ট মিলবে ১০ দিন পর। জানিয়েছে যোগী প্রশাসন, দাবি পরিবারের।

















