(Source: ECI/ABP News/ABP Majha)
BehalaNews:পুলিশের সামনেই চলছে তাণ্ডব,সাগর দত্তের পর বেহালা।প্রশ্ন উঠছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায়
ABP Ananda LIVE : সামনে দাঁড়িয়ে ঊর্দিধারী পুলিশ, তবুও তাদের সামনে দাঁড়িয়েই তাণ্ডব চলছে। এমন ঘটনায় আবারও প্রশ্নের ভ্রুকুটি ফেলেছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায়। যে দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারপরেও মেলেনি জবাব। সাগর দত্তের পর এবার বেহালা। আর জি কর কাণ্ডের পর চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। কিন্তু উত্তর মিলছে কি? এবার আবারও একবার সাগর দত্ত মেডিকেলের কথা মনে করিয়ে দিল বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভাঙচুর। রোগীমৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হয় এই হাসপাতালে। জরুরি বিভাপ বিনষ্ট হয়। আবারও একবার প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।
মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বিজেপির সদর দফতরে আয়োজিত বিজয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi। সেখানে বক্তব্য রাখার সময়ে মহারাষ্ট্রে (Maharashtra) বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটের রের্কড জয়ের জন্য সেখানকার মানুষকে অভিনন্দন জানানোর পাশাপাশি কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোটকে কটাক্ষ করেন তিনি। বলেন, "মহারাষ্ট্রের মানুষ নেতিবাচক ও পরিবারতান্ত্রিক রাজনীতিকে পরাজিত করেছেন।" পাশাপাশি জানান মহারাষ্ট্রের জয় উন্নত ভারত গড়ার কাজকে আরও শক্তিশালী করেছে।
দিল্লির সদর দফতরে হাজির হওয়া বিজেপি নেতা ও কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়ের জয় হয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে পরাজয় হয়েছে মিথ্যা ও কুৎসার রাজনীতির। আজ পরাজয় হয়েছে নেতিবাচক রাজনীতির। আজ পরাজয় হয়েছে পরিবারবাদের। এর ফলে বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল। আমি এই জয়ের জন্য গোটা দেশজুড়ে থাকা বিজেপি ও এনডিএ কর্মীদের অভিনন্দন জানাই।"