Bangladesh Protest: বাংলা-বিহার-ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপি-র যুগ্ম মহাসচিব রিজভির
ABP Ananda Live: শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা-বিহার-ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপি-র যুগ্ম মহাসচিব রিজভির। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, দাবি বিএনপি নেতার। জল-স্থল-আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবীর রিজভির। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগেরদিন উস্কানি বিএনপি নেতার।
বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক। '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।
ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?