Kolkata News: 'ইনসাফ চায়', চোখের জলে ভাসছেন নিহত প্রোমোটারের পরিজনরা। ABP Ananda Live
Anandapur Murder Case: কলকাতায় ভরসন্ধ্যায় ঠিকাদারকে কুপিয়ে খুন। আনন্দপুরের উত্তর পঞ্চান্নগ্রামে প্রোমোটারকে কুপিয়ে খুন । 'প্রোমোটার আরিফ খানের উপর চপার নিয়ে চড়াও হয় ৩ জন', ন্যাশনাল মেডিক্যালে আনার পরে মৃত্যু: পুলিশ সূত্র । ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন, অনুমান পুলিশের, দুষ্কৃতীরা এখনও অধরা। নীতি-বৈঠক বয়কটে বাম-আপ-কংগ্রেসের ৬ মুখ্যমন্ত্রী। ভিন্নপথে হেঁটে যাচ্ছেন মমতা। জোট অটুট বার্তা দিয়েই দায়ী করলেন সমন্বয়ের অভাবকে। মোদির পৌরহিত্যে আজ নীতি-আয়োগের বৈঠকে মমতা। শুভবুদ্ধির উদয়, খোঁচা দিয়েও স্বাগত বিজেপির। মোদিকে খুশি করতে গেছেন, ফের সেটিংয়ের অভিযোগ বাম-কংগ্রেসের। বাংলা-বিহারের ৫ জেলাকে কেন্দ্র শাসিত অঞ্চলের ঘোষণার নিশিকান্তের দাবি ঘিরে তোলপাড়। পাশে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। সুকান্ত থেকে নিশিকান্ত। বাংলা-ভাগের চক্রান্তের অভিযোগে সুর চড়ালেন মমতা। আইনের মধ্যে থেকে রাজ্যপাল সম্পর্কে যে কোনও মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী-সহ ৪ তৃণমূল নেতা। না মানলে ভারী ক্ষতিপূরণ, পদক্ষেপের সম্মুখীন হতে হবে। ABP Ananda LIVE