Kolkata News: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কবালপুরের বেলোনা নার্সিংহোমে নার্সিংহোমে ঝুলল তালা !
ABP Ananda LIVE: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নার্সিংহোমে ঝুলল তালা !একবালপুরের বেলোনা নার্সিংহোমে গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগ। একবালপুরের বেলোনা নার্সিংহোমে তালা ঝোলালো স্বাস্থ্য কমিশন । গরহাজির চিকিৎসক, প্রসূতিকে ইঞ্জেকশন চিকিৎসকের সহকারীর । ইঞ্জেকশন দেওয়ার পরই গর্ভস্থ সন্তানের মৃত্যু, অভিযোগ পরিবারের । প্রসূতিকে ব্যথা কমানোর ইঞ্জেকশন দেন চিকিৎসকের সহকারী, খবর সূত্রের । RMO পরিচয়ে অবিনাশ কুমার নামে ওই ব্যক্তি রোগীকে দেখেন। প্রেসক্রিপশনে ওষুধ লেখেন ও ইঞ্জেকশন দেন বলে অভিযোগ। স্বাস্থ্য অধিকর্তাকে তদন্তের নির্দেশ কমিশনের । আপাতত ৮ সেপ্টেম্বর পর্যন্ত নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশ।
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্যের ২৩ জেলায় হলুদ সতর্কতা জারি, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস !
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এর মধ্যে অধিকাংশ জেলায় ৭ থেকে ১১ সেমি অবধি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে, IMD সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।


















