Nabanna: নেতাজি ইন্দোরে বৈঠকের পরে নবান্নের কাছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
ABP Ananda Live: নেতাজি ইন্দোরে বৈঠকের পরে নবান্নের কাছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা ১৯ জন চাকরিপ্রার্থী আটক।
মমতার এই মন্তব্যকে হাতিয়ার করেই এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'আজ মুখ্যমন্ত্রী চিফ জাস্টিসকে আক্রমণ করেছেন। প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ১৬ বার শুনানি করেছেন, সকলকে বলার সুযোগ দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী দিয়ে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। এই ১৬ বারের শুনানিতে একবারও যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেননি। আর উনি তো বলেন উনি আইনজীবী, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রীই সওয়াল করুন।'
একলাফে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা! ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা! সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাসের বর্ধিত দাম কার্যকর। পেট্রোল-ডিজেলেও লিটারপ্রতি ২ টাকা করে এক্সাইজ ডিউটি বৃদ্ধি। অন্তঃশুল্ক বাড়লেও, দাম বাড়বে না পেট্রোল-ডিজেলের, আশ্বাস কেন্দ্রের।



















