Kolkata News : খাস কলকাতার কসবায় চেম্বারে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধর !
ABP Ananda LIVE : খাস কলকাতার কসবায় চেম্বারে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় বেশ কিছুজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই, চিকু পাণ্ডে নামে এক যুবক সহ ৪ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই চিকিৎসক। এবিষয়ে প্রতিক্রিয়া চাইতে, ফোন করা হলেও ফোন ধরেননি অভিযুক্ত চিকু পাণ্ডে।
এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আটক ১জন
দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আটক ১জন। মত্ত দুষ্কৃতীদের অভব্য আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় সায়েম খানকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। প্রতিবাদীর মৃত্যুর পরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষেভের মুখে পড়ে পুলিশ। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। অবশেষে রাতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেহ ময়নাতন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। থমথমে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।



















