Kolkata News: ময়দান মার্কেট এলাকায় কাজ করার জন্য RVNL-কে অনুমতি দেওয়া হল সেনার তরফে
ABP Ananda Live: ময়দান মার্কেট এলাকায় কাজের জন্য অবশেষে সম্মতি দিল সেনা। ৫২৮ জন ব্যবসায়ীকে কার্জন পার্কে অস্থায়ী ভাবে সরানো হচ্ছে। আজ ময়দান মার্কেট এলাকায় কাজ করার জন্য RVNL'কে অনুমতি দেওয়া হল সেনার তরফে। কলকাতা পুলিশ মাউন্টেন ক্লাব ও প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হবে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর স্টেশন নির্মাণ। কার্জন পার্কে অস্থায়ী নির্মাণে সরবেন ব্যবসায়ীরা। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক ও রেল মন্ত্রকের আলোচনায় মিটল সমাধান। কার্জন পার্কে একটি বহুতলে সরিয়ে নিয়ে যাওয়া হবে ওই বাজার। আগে আপত্তি জানিছিল সেনাবাহিনী, দাবি জানানো হয়েছিল, ওই বাজারের কোনও বৈধতা নেই। সেই কারণে বাজারের পুনর্বাসনের জন্য সেনাবাহিনীর জায়গা ব্যবহার করা যাবে না। এই বিতর্ক মেট্রোর পার্পল লাইনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়। শেষ পর্যন্ত বিষয়টি পৌঁছয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। সমাধানসূত্র মিলল দিল্লি থেকেই, সূত্রের খবর একটা ‘অস্থায়ী স্ট্রাকচার’ তৈরি করা যেতে পারে বিধান মার্কেটকে ‘সাময়িক ভাবে’ সেখানে সরিয়ে নেওয়া হলে প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আপত্তি থাকবে না, সূত্রের খবর।