Kolkata News: পাটুলিতে বিস্ফোরণের ঘটনায় এখনও অন্ধকারে পুলিশ
Kolkata Update: খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে ঘটল বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিস্ফোরণ। আগাছায় ভরা খেলার মাঠে বোমা ফেটে জখম হল এক কিশোর কিশোর আহত হওয়ার পর আজ সকাল থেকে মাঠ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। কিশোরের বন্ধুর দাবি, খেলতে খেলতে বল হারিয়ে গিয়েছিল জঙ্গলের মধ্যে। 'খুঁজতে গিয়ে সাদা কাগজে মোড়া বলের মতো একটি জিনিস কুড়িয়ে পায় ওই কিশোর'। নাড়াচাড়া করতে করতেই সেটি ফেটে যায় বলে দাবি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে ঘটল এমন ঘটনা? প্রশ্ন স্থানীয়দের।
আর জি কর-কাণ্ডের ৮৩ দিন পার, অধরা বিচার । ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। 'বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর: আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান জুনিয়র ডাক্তারদের। ৯ নভেম্বর বিকেল ৩: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক WBJDF-এর। ৯ নভেম্বর জেলায় জেলায় নাগরিক সমাজকে পথে নেমে প্রতিবাদের আহ্বান। 'CBI যেভাবে দায়সারা তদন্ত করছে, তাতে জামিন পেয়ে যেতে পারে অভিযুক্তরা' 'আর জি কর-কাণ্ডে আর কে বা কারা জড়িত? কবে বের করবে CBI?' 'টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আর কবে চার্জশিট পেশ হবে?' কার নির্দেশে তথ্যপ্রমাণ নষ্ট করা হল? CBI-কে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের।