Kolkata News: রবীন্দ্র সরোবরের জমিতে বিনোদন ক্লাব তৈরির অভিযোগে বিক্ষোভ! ABP Ananda Live
ABP Ananda Live: জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের (Rabindra sarabor) জমিতে তৈরি হচ্ছে বিনোদন ক্লাব। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা। ভোটের মুখে মিথ্যে অভিযোগ তুলে চক্রান্ত করছে বিজেপি। আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। ইট-পাথরের নগরে সবুজ ঘেরা এক টুকরো জলাশয়। দক্ষিণ কলকাতার ফুসফুস। সেই রবীন্দ্র সরোবরে নাকি সবুজ ধ্বংস করে মাথা তুলছে কংক্রিট। এই অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গেছে। রবিবার সরোবরের ৮ নং গেটের বাইরে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা। তাঁদের অভিযোগ, জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের জমিতে তৈরি হচ্ছে বিনোদন ক্লাব। কেএমডিএ-র দেওয়া জমিতে নির্মাণ কাজও শুরু হয়েছে বলে অভিযোগ। রবীন্দ্র সরোবরের জমিতে বিনোদন ক্লাব? বিক্ষোভ পরিবেশপ্রেমীদের। জাতীয় পরিবেশ আদালতের স্পষ্ট নির্দেশের পরও, অতীতে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সেখানে বিনোদন ক্লাব তৈরির অভিযোগ ঘিরে শুরু হল নতুন বিতর্ক। এর মাঝে পরিবেশপ্রেমীরা চাইছে, বাঁচুক কলকাতার ফুসফুস! বুক ভরে স্বচ্ছ বাতাস নিক রাজ্যবাসী!