Kolkata News: মেরামতি ও সংস্কারের জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ঘুরপথে চলছে গাড়ি
ABP Ananda LIVE : চলছে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ৬ লেনের এলিভেটেড করিডরের কাজ।ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ঘোরানো হবে গাড়ি।
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, রাজ্যের ২৩ জেলায় হলুদ সতর্কতা জারি, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস !
হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এর মধ্যে অধিকাংশ জেলায় ৭ থেকে ১১ সেমি অবধি বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে, IMD সূত্রে খবর, আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায়। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। যার জেরে আজ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকায় ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।



















