SSKM:বেড না থাকায় রাতভর SSKMহাসপাতাল চত্বরে স্ট্রেচারে পড়ে রোগী।জুনিয়ার ডাক্তারদের হস্তক্ষেপে ভর্তি
ABP Ananda LIVE: SSKM-এ রাতভর স্ট্রেচারে পড়ে রোগী! বর্ধমান মেডিক্যাল থেকে পাঠানো রোগীর বেড মেলেনি SSKM-এ। শিরদাঁড়ার অস্ত্রোপচারের জন্য এসে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে স্ট্রেচারে রোগী। ২ সপ্তাহ পরে অস্ত্রোপচারের সময় দিল হাসপাতাল।
রবিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকার কথা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়নি। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।